হিসাব বিভাগের কার্যক্রম সমূহ:
* রাজশাহী সিটি কর্পোরেশনের সকল স্থায়ী ও দৈনিক মজুরী ভিত্তিক কর্মকর্তা/কর্মচারীগণের বেতন ভাতা ও মজুরী প্রদান করা।
* সকল কর্মকর্তা/কর্মচারীর দায় দেনার হিসাব সংরক্ষণ করা। রাজশাহী সিটি কর্পোরেশনের বাৎসরিক বাজেট প্রস্তাত করা সহ বাজেট কন্ট্রোল করা।
* রাজশাহী সিটি কর্পোরেশনর সকল ব্যাংক হিসাব পরীক্ষানিরীক্ষা করা। রাজস্ব তহবিলের আওতায় সকল বিলের নথি পরীক্ষানিরীক্ষা করে বিল ভাউচার প্রস্ত্তত করণ, চেক লিখন ও প্রদান করা।
* উন্নয়ন সহায়ক তহবিলের আওতায় সকল ঠিকাদারী বিলের নথি পরীক্ষানিরীক্ষা করে বিল ভাউচার প্রস্ত্তত করণ, চেক লিখন ও প্রদান করা।
* এছাড়া চলমান সকল প্রকল্পের বিলের নথি পরীক্ষানিরীক্ষা করে বিল ভাউচার প্রস্ত্তত করণ, চেক লিখন ও প্রদান করা। এছাড়া সরকারী অর্থ আনয়নের জন্য মন্ত্রণালয়ে যোগাযোগ করা।
* প্রাত্যহিক আয় ও ব্যয়ের হিসাব কম্পিউটারে সংরক্ষণ করা সহ ই-মেইলের মাধ্যমে মাননীয় মেয়র সহ উর্দ্ধত্বন কর্মকর্তাকে অবহিত করে থাকে।