Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ নভেম্বর ২০২৩

স্বাস্থ্য বিভাগ

নগর স্বাস্থ্য বিভাগ এর কার্যক্রম

জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ,প্রিমিসেস্ লাইসেন্স প্রদান এবং ধূমপান মুক্ত পরিবেশ গঠনে করণীয় বিষয়/গাইডলাইন

প্রধান  স্বাস্থ্য কর্মকর্তার তত্ত্বাবধানে ১ জন স্বাস্থ্য কর্মকর্তা ও ১৬০ জন স্বাস্থ্যকর্মী সর্বমোট ২১৮ জন জনবলের মাধ্যমে নগর স্বাস্থ্য বিভাগের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। নগর স্বাস্থ্য বিভাগের আওতায় সম্পূর্ণ কম্পিটারাইজড্‌ পদ্ধতিতে জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ কর্মকান্ড বাস্তবায়িত হয়ে থাকে। উল্লেখ্য, ১৯৯৭ সালে শিশু অধিকার সপ্তাহ পালনকালে রাজশাহী সিটি কর্পোরেশন এক সপ্তাহে মহানগরীর ৩৮২০২ টি শিশুর জন্ম নিবন্ধন সম্পন্নের মাধ্যমে জন্ম নিবন্ধন কার্যক্রমের সূচনা করে। বর্তমানে রাজশাহী সিটি কর্পোরেশনে শিশু জন্ম নিবন্ধনের হার ১০০%। জন্ম নিবন্ধন কার্যক্রমে রাজশাহী সিটি কর্পোরেশন আমাদের দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের মধ্যে অনুকরণীয় সাফল্য অর্জন করেছে। জন্ম নিবন্ধন কার্যক্রম সহজসাধ্য করার উদ্দেশ্যে এই কার্যক্রমকে ওয়ার্ড পর্যায়ে ইতিমধ্যে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। নগর স্বাস্থ্য বিভাগ প্রিমিসেস্‌ লাইসেন্স প্রদান করে থাকে। নগর ভবনে স্থাপিত ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সম্পূর্ণ কম্পিউটারাইজড্‌ পদ্ধতিতে প্রিমিসেস্‌ লাইসেন্স প্রদানের ব্যবস্থা চালু রয়েছে। প্রিমিসেস্‌ লাইসেন্স প্রদানের কম্পিউটারাইজড্‌ নেটওয়ার্কে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ১ জন স্বাস্থ্য কর্মকর্তা এবং ৩ জন জনবল সংশ্লিষ্ট রয়েছেন।

নগর স্বাস্থ্য বিভাগের কার্যক্রমঃ
শিশুদের  টিকা প্রদান করা

* ১৫-৪৯ বছরের সকল মহিলাদের টিটি টিকা প্রদান

* বছরে  ২ বার শিশুদের কৃমি ঔষধ খাওয়ানো হয়

* বছরে  ২ বার শিশুদের ভিটামিন খাওয়ানো হয়

*  জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ
* প্রিমিসেস্‌ লাইসেন্স প্রদান
* নগর স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার মৌলিক সেবা সরবরাহ
* স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে উন্নত স্বাস্থ্য পরিচর্যার জনসচেতনতা বৃদ্ধি।

* ধূমপান মুক্ত পরিবেশ গঠন।