Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ নভেম্বর ২০২৩

রাজস্ব বিভাগ

রাজস্ব বিভাগ এর কার্যক্রম

রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ একটি গুরুত্বপূর্ণ বিভাগ। প্রধান রাজস্ব কর্মকর্তা'র তত্ত্বাবধানে ১ জন রাজস্ব কর্মকর্তা, ১ জন প্রধান কর নির্ধারক সহ সর্বমোট ১৫০ জন জনবলের মাধ্যমে রাজস্ব বিভাগের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। রাজস্ব বিভাগের আওতায় মোট চারটি শাখা রয়েছে।

১। কর আদায় শাখা
২। কর ধার্য শাখা
৩। লাইসেন্স শাখা          
     ক) বাণিজ্য উপ-শাখা          
     খ) উপ-যানবাহন শাখা
৪। বাজার শাখা

কর আদায় শাখার কার্যক্রম :

১। আদায়কারীগণ কর দাতার বাড়ী বাড়ী গমন এবং হোল্ডিং ট্যাক্স আদায়। 
২। আদায়কারী ও আদায়কারীর সহকারীগণ কর্তৃক হোল্ডিং কর ও মাসিক পানি চার্জের বিল লিখন ও ট্যাক্স দাতাদের বাড়ী বাড়ী বিল পৌঁছে দেয়া।
৩। কর দাতাদের সুবিধার্থে কর আদায় শাখার অফিস কক্ষে দুই জন সহকারীর মাধ্যমে ট্যাক্স ও পানি চার্জ আদায় ও রশিদ প্রদান।
৪। শুনানী গ্রহণ দলিল পত্র যাচাই ও নির্ধারিত খারিজ ফি গ্রহণ সাপেক্ষে হোল্ডিং মালিকের নাম খারিজ করা।

কর ধার্য শাখার কার্যক্রম

১। ট্যাক্সেশন বিধি মোতাবেক প্রতি ৫ বছর পর পর পঞ্চবার্ষিক এসেসমেন্ট করা।
২। কোয়াটারলি এসেসমেন্ট করা।
৩। এসেসমেন্ট রিভিউ কার্যক্রম পরিচালনা করা।

লাইসেন্স ( বাণিজ্য উপ-শাখা )‍

১। ১-২৫ নং ওয়ার্ড পর্যন্ত- হাতে লিখিত ট্রেড লাইসেন্স প্রদান করা হয়।
২। ২৬-৩০নং ওয়ার্ডের লাইসেন্স কম্পিউটারের মাধ্যমে প্রদান করা হয়। ব্যবসা লাইসেন্স প্রদানের কম্পিউটারাইজড্‌ নেটওয়ার্কে প্রধান রাজস্ব কর্মকর্তা,  ৩ জন জনবল সংশ্লিষ্ট রয়েছেন।

বাজার শাখা‍ :

১। সিটি কর্পোরেশনের নিজস্ব দোকান মালিকদের নিকট হতে মাসিক ভাড়া আদায় করা।

বিশেষ নির্দেশনা

সেবার মানোন্নয়নে নগরবাসীর নিকট প্রত্যাশাঃ
১। কর নির্ধারণ শুমারীতে কার্যকর অংশগ্রহণ, যুক্তসংযত কর প্রাক্কলন এবং নিয়মিত পৌরকর পরিশোধ করণ।
২। সকল ক্ষেত্রে ব্যবসা লাইসেন্স সংগ্রহ করা এবং নিয়মিত হাল নাগাদ নবায়ন করা।

সেবা সরবরাহের সময়সীমাঃ

১। ওয়ান স্টপ সার্ভিসে ব্যবসা লাইসেন্সের আবেদন দাখিলের ৭ দিনের মধ্যে লাইসেন্স সরবরাহ।

যোগাযোগ

যোগাযোগঃ
প্রধান রাজস্ব কর্মকর্তা, নগর ভবন, কক্ষ নম্বরঃ ২০৮, লেভেল-২,

টেলিফোন নম্বরঃ ০৭২১-৮১২২৪৬