প্রকৌশল বিভাগ ( বিদ্যুৎ শাখা ) এর কার্যক্রম
সড়ক আলোকায়নঃ
প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে ১ জন সহকারী প্রকৌশলীর তদারকিতে সর্বমোট ১০০ জন জনবলের মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশনের বিদ্যুত শাখার কার্যক্রম বাস্তবায়িত হয়ে থাকে। বিদ্যুত শাখার আওতায় প্রায় ১২০০০ টি সড়ক বাতি এবং ১৬ টি গুরুত্বপূর্ণ ক্রসিং-এ স্বয়ংক্রিয় ট্রাফিক সিগ্ন্যাল পরিচালিত হয়ে থাকে। ১৫০ টি মেইন সুইচের আওতায় সড়ক আলোকায়ন পরিচালিত হয়ে থাকে, যার মধ্যে ৫১ টি মেইন সুইচ স্বয়ংক্রিয়।
বিশেষ নির্দেশনা
বিদ্যুত শাখার কার্যক্রমঃ
সেবার মানন্নোয়নে নগরবাসীর কাছে প্রত্যশাঃ
যোগাযোগ
প্রাথমিক পর্যায়ে যোগাযোগঃ
নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ), নগর ভবন, কক্ষ নম্বরঃ ৪০৫, লেভেল-৪,
টেলিফোন নম্বরঃ ০৭২১-৭৭২২১৫
চূড়ান্ত পর্যায়ে যোগাযোগঃ
প্রধান প্রকৌশলী, নগর ভবন, কক্ষ নম্বরঃ ২১৪, লেভেল-২,
টেলিফোন নম্বরঃ ০৭২১-৭৭৫৪৩৫