প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে ১ জন সহকারী প্রকৌশলীর তদারকিতে সর্বমোট ১০০ জন জনবলের মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশনের বিদ্যুত শাখার কার্যক্রম বাস্তবায়িত হয়ে থাকে। বিদ্যুত শাখার আওতায় প্রায় ১২০০০ টি সড়ক বাতি এবং ১৬ টি গুরুত্বপূর্ণ ক্রসিং-এ স্বয়ংক্রিয় ট্রাফিক সিগ্ন্যাল পরিচালিত হয়ে থাকে। ১৫০ টি মেইন সুইচের আওতায় সড়ক আলোকায়ন পরিচালিত হয়ে থাকে, যার মধ্যে ৫১ টি মেইন সুইচ স্বয়ংক্রিয়।
বিশেষ নির্দেশনা
বিদ্যুত শাখার কার্যক্রমঃ
সন্ধ্যা হতে ভোর পর্যন্ত প্রতিদিন সড়ক বাতি জ্বালানো।
২৪ ঘন্টা স্বয়ংক্রিয় ট্রাফিক সিগ্ন্যাল পরিচালনা ।
উৎপাদক নলকূপ ও পানি শোধানাগার পরিচালনায় বৈদ্যুতিক কাজের সহায়তা প্রদান।
নগর ভবন সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থাপনার বৈদ্যুতিক কাজ পরিচালনা।
সেবার মানন্নোয়নে নগরবাসীর কাছে প্রত্যশাঃ
অবৈধ বিদ্যুত সংযোগ না নেয়া।
ট্রাফিক সিগ্ন্যাল যথাযথভাবে মেনে চলা।
সেবা সরবারহের সময়সীমাঃ
রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক অভিযোগ প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে সড়ক বাতি জ্বালানো।
রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক অভিযোগ প্রাপ্তির ৪/৫ ঘন্টার মধ্যে ট্রাফিক সিগ্ন্যাল সচল করা।