নগরীকে পরিচ্ছন্ন রাখতে রাজশাহী মহানগরীর কেবল অপারেটরদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের মিনি কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিটি মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, পরিস্কার-পরিচ্ছন্নতায় সারাদেশেই আমাদের সুনাম রয়েছে। রাজশাহীরে বিভিন্ন পোলে কেবল তারের জটলা দেখতে পাওয়া যাচ্ছে। এটি বিস্তর আকারে ছড়িয়ে পড়ে যাতে শহরের সৌন্দর্য্য নষ্ট না করে যেজন্য প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে সকল কেবল অপারেটর মালিকদের সহযোগিতা একামত্মভাবে কাম্য। সভায় রাজশাহী শহরকে পরিচ্ছন্ন রাখতে সহযোগিতার অঙ্গীকার করেন কেবল অপারেটর মালিকরা।
সভায় রাসিকের সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, মাননীয় মেয়র মহোদয়ের একান্ত সচিব আলমগীর হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, ডিজি রাজ এর স্বত্ত্বাধিকারী ১১ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজুসহ স্কাইলাইন, ম্যাস মিডিয়া, লিংক-৩, নিউ উত্তরা কমিউনিকেশন, নর্থ বেঙ্গল কমিউনিকেশন, বিটিসিএল, এটিএন্ডটি অনলাইন, মোল্লা এন্টারপ্রাইজ, আইকক্স কমিউনিকেশনসহ বিভিন্ন কেবল অপারেটর মালিক, পরিচালক ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।