প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহীর উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। একে একে সব প্রকল্প বাস্তবায়ন করবো। জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান যে উন্নত-সমৃদ্ধ রাজশাহী গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেটি আমি বাস্তবায়ন করছি। রাজশাহীকে আরো সামনের দিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই।
নানকিং দরবার হলে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) রাজশাহী জেলা ও রাজশাহী মেডিকেল কলেজ শাখা আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র।
এ সময় মেয়র খায়রুজ্জামান লিটন আরো বলেন, আপনারা দেখেছেন বিগত সময়ে আমি যে স্বপ্ন দেখিয়েছিলাম, সেগুলো বাস্তবায়ন করেছি। আমি শুধু স্বপ্ন দেখায় না, বাস্তবায়নও করি। নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ঢাকা-রাজশাহী বিরতিহীন ট্রেন চালুকরণের, মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে। আগামীতে ধাপে ধাপে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।
দোয়া ও ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্না। স্বাচিপ রামেক শাখা সভাপতি ডা. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান, স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, সাংগঠনিক সম্পাদক ডা. মহিবুল হাসান, বিএমএ রাজশাহীর সভাপতি ডা. এ.বি সিদ্দিকী, স্বাচিপ রাজশাহীর সাবেক সভাপতি এসআর তরফদার। সঞ্চালনায় ছিলেন স্বাচিপ রাজশাহী জেলার সাধারণ সম্পাক ডা. নাসিম আখতার এরিনা ও স্বাচিপ রামেক শাখার সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান খান বাদশা।
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়ায় অনুষ্ঠানের শুরুতে মেয়র খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।