২ সেপ্টেম্বর ২০১৯ তারিখে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার শেষের পাতায় ‘রাজশাহীতে কাউন্সিলরের কান্ড, বাঁকা রাস্তার কবলে অসহায় পরিবার’ শীর্ষক প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি আকর্ষণ হয়েছে। সংবাদে রাস্তাটি নিয়ে আমাকে জড়িয়ে যে তথ্যগুলো উপস্থাপন করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
সংবাদে নগরীর রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা ইব্রাহীম হোসেন রিহার স্ত্রী তোহরুন নেসার যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রকৃতপক্ষে সত্য হচ্ছে, রাস্তাটি তোহরুন নেসার জায়গার উপরে নির্মিত হয়নি। রাস্তাটি নতুন করে তৈরি করাও হয়নি। ব্রিটিশ আমল থেকেই তারাম বাবুর মঠ মন্দিরে যাওয়ার এই একটি মাত্র রাস্তাটি চালু আছে। ১৯৯৫ সালে আরএস নকশা অনুযায়ী তৎকালীন কাউন্সিলর প্রথম রাস্তাটি পাকা করেন। এরপর জনস্বার্থে ২০১৭ সালে আমি কাউন্সিলর থাকাকালে ড্রেনসহ রাস্তাটির উন্নয়ন সম্পন্ন করা হয়।
ইব্রাহীম হোসেন রিহার স্ত্রী তোহরুন নেসার কালের কণ্ঠের এই প্রতিবেদককে মিথ্যা ও মনগড়া তথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন। মিথ্যা ও মনগড়া তথ্যের উপর ভিত্তি করে সংবাদটি প্রকাশিত করায় একজন জনপ্রতিনিধি হিসেবে আমার সম্মানহানি ও সুনাম ক্ষুন্ন হয়েছে।
আমি এই ধরনের মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।