Wellcome to National Portal
  • 2022-03-20-07-59-1c91dda65a47dbc5abe2bae6eb246833
  • 2025-03-11-09-29-8bce0abf3b3d75f7fc748b24f0129cf3
  • 2024-12-29-04-04-8aa7264eff7a92e9656f750c92ba8318
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ জুলাই ২০২৪

রাসিক মেয়রের পক্ষ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন


প্রকাশন তারিখ : 2024-07-06

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ। শুক্রবার বিকেলে ৫টায়  রাজশাহী পর্যটন মোটেলের অর্ভ্যথনা লবিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের নেতৃত্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. আশরাফুল ইসলাম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামারুজ্জামান কামরু, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. নূরুজ্জামান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম খান জনি, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ১৬ ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর জাহের হোসেন সুজা।