রাজশাহী সিটি কর্পোরেশনের গোরস্থান, ঈদগাহ, শ্মশানঘাট ব্যবস্থাপনা ও ধর্ম বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে নগরভবনে রেস্টহাউজে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরিফুল ইসলাম বাবু। সভায় প্রধান অতিথির বক্তব্যে সরিফুল ইসলাম বাবু বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। নাগরিক সেবার এ প্রতিষ্ঠানটির সকল সেবা আরও উন্নততর করার ল বর্তমান পরিষদ নিরলসভাবে দায়িত্ব পালন করছে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন নগরবাসীর আশা প্রত্যাশা পূরণে দিনরাত কাজ করছেন। নাগরিকদের এ প্রত্যাশা পূরণে রাসিকের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে নিজনিজ অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, মহানগরীর পরিচ্ছন্ন কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি গোরস্থানসমূহ পরিচ্ছন্ন রাখতে নিয়োজিত কেয়ারটেকারদের আরও দায়িত্বশীল হতে হবে। আগামী এক সপ্তাহের মধ্যে কেয়ারটেকারদের নিজ নিজ এলাকার গোরস্থানসমূহের সমস্যাসমূহ চিহ্নিত করে প্রতিবেদন আকারে তা উপস্থাপন করতে নির্দেশ দেয়া হয়। পরিচ্ছন্নতা কাজে প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রদানের আশ্বাস প্রদান করে কেয়ারটেকারদের নিজ নিজ গোরস্থানসমূহ জঙ্গল, ঝোপঝাঁড় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে করণীয় বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করা হয়। কেয়ারটেকারদের সঠিকভাবে দায়িত্ব পালনে পুরস্কৃত করা হবে বলে সভায় জানানো হয়।
গোরস্থান, ঈদগাহ, শ্মশানঘাট ব্যবস্থাপনা ও ধর্ম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম।
সভায় কমিটির সদস্য ও ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল হক সুমন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুজ্জামান, ৭নং সংরত আসনের কাউন্সিলর মোসাঃ উম্মে সালমা বুলবুলি, ৪নং সংরত আসনের কাউন্সিলর মোসাঃ শিরিন আরা খাতুন, কমিটির সদস্য-সচিব রাসিকের সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, সহকারী সচিব মোঃ শমসের আলী, এস্টেট কর্মকর্তা মোঃ মতিউর রহমান, শি কর্মকর্তা মোঃ আনারুল হক, সকল ওয়ার্ডের গোরস্থানের কেয়ারটেকারগণ উপস্থিত ছিলেন।