রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত নেতৃবৃন্দ। শনিবার দুপুরে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরীর নেতৃত্বে সকল নেতৃবৃন্দ মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং মিষ্টি খাওয়ান মেয়র।
এরআগে গত ৫ অক্টোবর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে জাহাঙ্গীর আলম সভাপতি ও মাহাতাব হোসেন চৌধুরী সাধারণ সম্পাদকসহ ২১টি পদে নেতৃবৃন্দ নির্বাচিত হন।
উল্লেখ্য, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কমিটির মেয়াদ শেষ হলে ২০১৭ সালের ২৪ মে নির্বাচনের আয়োজন করা হয়। সেদিন ভোট গণনা শেষ হলেই বহিরাগত সন্ত্রাসীরা ভোট কেন্দ্রে হামলা চালায়। এ সময় গোলাগুলি ও ব্যালট বাক্স ছিনতাইয়েল ঘটনা ঘটে। আহত হন নির্বাচন কমিশনার। পরে সে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। এরপর ২১ সদস্যের একটি আহবায়ক কমিটি দিয়েই চলছিল মোটর শ্রমিক ইউনিয়ন। চলতি বছরের ২২ জুন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। তিনি নির্বাচন আয়োজনের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে দায়িত্ব দিয়ে যান। এরপর মেয়র খায়রুজ্জামা লিটনকে আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়। তিন মাসের মাথায় সেই কমিটি নির্বাচনের ব্যবস্থা করে।