রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সাক্ষাৎ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকার্প (অনূর্ধ্ব-১৭, বালক) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব (অনূর্ধ্ব-১৭, বালিকা) ফুটবল টুর্নামেন্টে (সিটি কর্পোরেশন পর্যায়) চ্যাম্পিয়ান (বালিকা দল, বোয়ালিয়া থানা) এবং রানার আপ (বালক দল, বোয়ালিয়া থানা) দলের খেলোয়াড়বৃন্দ। মঙ্গলবার বিকেলে নগর ভবনে সাক্ষাৎকালে মেয়রকে চ্যাম্পিয়ান ও রানার আপ এর ট্রফি প্রদান করেন খেলোয়াড় ও কোচবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন রাসিকের ক্রীড়া ও সংস্কৃতি স্থায়ী কমিটির সভাপতি ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, ক্রীড়া কর্মকর্তা ও বালক দলের কোচ শ্যামল পারভেজ শিমুল, বালিকা দলের কোচ জহির ইকবাল ভোলা, ক্রীড়া ব্যক্তিত্ব মুকিদুজ্জামান জুরাত প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামীকাল বুধবার থেকে বিভাগীয় পর্যায় খেলায় রাজশাহী সিটি কর্পোরেশনের বালক (অনূর্ধ্ব-১৭) ও বালিকা (অনূর্ধ্ব-১৭) দল অংশ নিবে।