বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের কার্যনির্বাহী কমিটির সদস্য কল্পনা রায়ের স্বামী ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগরের সাবেক সভাপতি সঞ্জীব রায় মিন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রোববার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র মহোদয়।
শোক বিবৃতিতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয় সঞ্জীব রায় মিন্টুর বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে রবিবার দুপুরে রাণীবাজারে বাড়িতে গিয়ে সঞ্জীব রায় মিন্টুর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।