Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ ফেব্রুয়ারি ২০২৩

২৮ নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সাত্তারের জানাযা নামাজ অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2023-02-19

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য ও ২৮ নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আব্দুস সাত্তারের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত ৯টায় ফুলতলা গোরস্থান সংলগ্ন ঈদগাহ্ মাঠে এই জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।  জানাযা নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

জানাযা নামাজে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী সহ মহানগর আওয়ামী লীগ ও  সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মোঃ আব্দুস সাত্তার রবিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ৩টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।