Wellcome to National Portal
  • 2022-03-20-07-59-1c91dda65a47dbc5abe2bae6eb246833
  • 2025-03-11-09-29-8bce0abf3b3d75f7fc748b24f0129cf3
  • 2024-12-29-04-04-8aa7264eff7a92e9656f750c92ba8318
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd ফেব্রুয়ারি ২০১৯

পৌরকর আদায়ের লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে সম্মানিত নাগরিকগণকে উৎসাহিত করতে অস্থায়ী ক্যাম্প পরিচালনা করছে রাজশাহী সিটি কর্পোরেশন


প্রকাশন তারিখ : 2019-02-21

পৌরকর আদায়ের লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে সম্মানিত নাগরিকগণকে উৎসাহিত করতে অস্থায়ী ক্যাম্প পরিচালনা করছে রাজশাহী সিটি কর্পোরেশন। এরই অংশ হিসেবে ২৪ হতে ২৭ ফেব্রুয়ারি পর্যমত্ম নগরীর বিভিন্ন ওয়ার্ডে আদায় ক্যাম্প পরিচালনার সিদ্ধান্ত  গ্রহণ করেছে।

রাজশাহী সিটি কর্পোরেশন এর অধিক্ষেত্রে যে সব হোল্ডিং মালিকগণ এখনও পৌরকর পরিশোধ করেননি তাদের সাথে যোগাযোগ করে বকেয়া পৌরকর আদায় এবং সকল নাগরিকগণকে পৌরকর পরিশোধে উৎসাহিত করার লক্ষ্যে কর্তৃপক্ষ ওয়ার্ড কার্যালয়ে অস্থায়ী পৌরকর আদায় ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি (রবিবার ও সোমবার) ওয়ার্ড নং-৭, ওয়ার্ড নং-৮, ওয়ার্ড নং-১০, ওয়ার্ড নং-২৫, ওয়ার্ড নং-২৭, ওয়ার্ড নং-২৮ এবং ২৬ ও ২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার ও বুধবার) ওয়ার্ড নং-১৭, ওয়ার্ড নং-১৮, ওয়ার্ড নং-১৯, ওয়ার্ড নং-১৫, ওয়ার্ড নং-২৩, ওয়ার্ড নং-২৪ এ অস্থায়ী আদায় ক্যাম্প স্থাপন করা হবে। নাগরিকগণ সকাল ৯.৩০টা হতে বিকেল ৩.০০টা পর্যন্ত বিধি অনুসারে প্রাপ্ত সুযোগসহ পৌরকর পরিশোধ করতে পারবেন।