Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ মার্চ ২০২৩

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2023-03-17
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নগর ভবন সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

অনুষ্ঠানে বক্তব্য দেন রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন। স্বাগত বক্তব্য দেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার।

সভায় রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় গ্রুপ ক এ প্রথম স্থান অর্জন করেছে অরিসা তাসনিম ছোহা, দ্বিতীয় স্থান নাজিফা তাবাসসুম, তয় স্থান মাহির শাহরিয়ার, গ্রুপ খ এ প্রথম স্থান মোসাঃ হালিমাতুস সাদিয়া মরিয়ম, দ্বিতীয় স্থান রাওনাক ফারহানা লাবিবা, তৃতীয় স্থান এম আর আই ইভান, গ্রুপ গ প্রথম স্থান সৌমিক দাস প্রান্ত, ২য় স্থান অর্পিতা প্রামানিক নোশীন, ৩য় স্থান সায়ন্তনী প্রামানিক। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।