Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ জুন ২০১৯

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়ায় রাসিক মেয়র লিটনকে ফুলেল শুভেচ্ছা


প্রকাশন তারিখ : 2019-06-09

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন মেয়র।

আজ রোববার দুপুরে মেয়র খায়রুজ্জামান লিটনকে নগরভবনে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) কর্মকর্তাবৃন্দ। রাকাবের প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক কাজী আলমগীর, মহা ব্যবস্থাপক নূরুল ইসলাম, বিভাগীয় কার্যালয়ের মহা ব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) আজিজুল ইসলামের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মেয়র লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় রাকাব অফিসার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, রাকাব অফিসার ফোরামের সভাপতি শেখ তৌফিক এলাহী, রাকাব কর্মচারী সংসদের (সিবিএ) সভাপতি এস.এম আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আবু নায়িম ফজলে রাববী প্রমুখ।

          এরআগে রাজশাহী জেলা যুব মহিলা লীগ, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ রাজশাহী শাখা, বঙ্গবন্ধু ডিপেস্নামা প্রকৌশলী পরিষদের নেতৃবৃন্দ মেয়র খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ জুলাই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সুযোগ্য সন্তান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও রাজশাহী মহানগরের সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। গত মঙ্গলবার মেয়র খায়রুজ্জামান লিটনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করে সরকার। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, স্ব পদে অধিষ্ঠিত থাকাকালীন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান (লিটন) প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন। প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র খায়রুজ্জামান লিটন। এরআগে তিনি ২০০৮ সালে প্রথম রাসিকের মেয়র নির্বাচিত হন। সে সময় তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা পান।