Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd ফেব্রুয়ারি ২০২৩

প্রবীণ আওয়ামী লীগ নেতা মাজদার রহমানের মৃত্যুতে রাসিক মেয়রের শোক


প্রকাশন তারিখ : 2023-02-22

রাজশাহী মহানগরীর হেতেমখাঁ নিবাসী, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রওজাতুস সালেহীন কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স (হেতমখাঁ গোরস্থান) এর সভাপতি আলহাজ্ব মাজদার রহমান সুকি এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বুধবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র মহোদয়।

শোক বিবৃতিতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন আলহাজ্ব মাজদার রহমান সুকি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা, ৩ ছেলে, আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।