রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার কানবার হুসেন বোর। মঙ্গলবার সন্ধ্যায় নগর ভবনে মেয়রের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় নগর ভবনে আসেন ঢাকায় ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার কানবার হুসেন বোর। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সিটি মেয়র খায়রুজ্জামান লিটন। এরপর মেয়র খায়রুজ্জামান লিটন ও ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার কানবার হুসেন বোর মতবিনিময়ে মিলিত হন।
মতবিনিময়কালে বাংলাদেশ অর্থনীতি, রাজনীতি, রাজশাহীর শিল্পায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলাপ-আলোচনা হয়।
আলাপকালে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, দীর্ঘদিনেও রাজশাহীতে শিল্পায়ন গড়ে উঠেনি। এখানে শিল্পায়ন হওয়ার অনেক সম্ভাবনা আছে। কারণ এখানে স্বল্পমূল্যে শ্রম পাওয়া যায়। এখানে ইংলিশ মিডিয়াম স্কুল-কলেজ গড়ে উঠেনি। ইংলিশ মিডিয়াম স্কুল-কলেজ গড়ে তোলা যেতে পারে।
আলাপকালে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার কানবার হুসেন বোর রাজশাহীর আমের প্রশংসা করেন।
এ সময় ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল সেকশনের হেড আবু কাজী, রাজনৈতিক বিশেষজ্ঞ এজাজুর রহমান, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব রেজাউল করিম, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, মাননীয় মেয়র মহোদয়ের একামত্ম সচিব আলমগীর কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল প্রমুখ।