আনন্দ-উল্লাসের মধ্যে দিয়ে বৃহত্তর পাবনা জেলা সমিতি রাজশাহীর বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী পার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে মেয়র বৃহত্তর পাবনা জেলা সমিতির এই ধারাবাহিক আয়োজনকে স্বাগত জানিয়েছে ভবিষ্যতে তাদের পাশে থাকার কথা জানান। অনুষ্ঠানে মেয়রকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপর অন্যান্য অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মেয়র।
বৃহত্তর পাবনা জেলা সমিতি সভাপতি আফসার আলী বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. সাইদুর রহমান খান, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও রাবির সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল খালেক, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শাহাবুদ্দিন চুপ্পু, আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল ইসলাম টুকু এমপি, বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম,বিপিএম,পিপিএম। আরো উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, বৃহত্তর পাবনা জেলা সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ সমিতির সদস্যবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রাবি ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন মুন।