Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ মে ২০১৯

রাসিক মেয়র লিটনের প্রচেষ্টায় নতুন ভবন পাচ্ছে নগরীর ছয়টি সরকারি স্কুল


প্রকাশন তারিখ : 2019-05-29

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামানের লিটনের প্রচেষ্টায় রাজশাহী মহানগরীর ছয়টি সরকারি স্কুল পেতে যাচ্ছে নতুন ভবন। প্রতিটি স্কুলের নতুন ভবন নির্মাণে ব্যয় হবে ২০ কোটি টাকা। এছাড়া বেসরকারি লোকনাথ স্কুলও পাচ্ছে নতুন ভবন।

ঢাকায় শিক্ষা মন্ত্রনালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা ও উপ-পরিচালক (শিক্ষা) বিজয় ঘোষের সাথে বৈঠক করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৈঠকে রাজশাহীর সরকারি স্কুলগুলোর ব্যাপারে আলাপ-আলোচনা হয় এবং নতুন ভবন নির্মাণের বিষয়টি চূড়ান্ত হয়।

স্কুলগুলো হলো, রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়, শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী সরকারি মাদ্রাসা, রাজশাহী গভ. ল্যাবরেটরি হাইস্কুল, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এছাড়া মেয়র খায়রুজ্জামান লিটনের প্রচেষ্টায় নতুন ভবন পেতে যাচ্ছে ঐতিহ্যবাহী লোকনাথ হাইস্কুল। আগামী জুলাই মাস থেকে লোকনাথ স্কুলের নতুন ভবন নির্মাণে টেন্ডার কার্যক্রম শুরু হবে।

এ ব্যাপারে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, শিক্ষা নগরী রাজশাহীর অনেক স্কুলের ভবন পুরনো। তবে এই অবস্থার পরিবর্তন হতে যাচ্ছে। নগরীর সরকারি ছয়টি স্কুলের নতুন ভবন নির্মাণের বিষয়টি চূড়ান্ত হয়েছে। প্রতিটি স্কুলে ২০ কোটি টাকা ব্যয়ে নতুন বহুতল ভবন নির্মাণ হবে।