Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ মার্চ ২০২৩

সিপাইপাড়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টূর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2023-03-23
সিপাইপাড়া যুব সংঘের উদ্যোগে সিপাইপাড়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টূর্ণামেন্ট-২০২৩ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে টিচার্স ট্রেনিং কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, রাজশাহীর ক্রীড়াঙ্গনের রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। রাজশাহীতে ফুটবল, হকি, ক্রিকেট একাডেমি রয়েছে। সেখানে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করে জাতীয় পর্যায়ে অবদান রাখছে। অংশগ্রহণকারী সকল দলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, খেলায় হারজিত থাকবে, তবে অংশগ্রহণই বড় কথা। এ ধরণের আয়োজনে আয়োজকদের ধন্যবাদ জানাই।
 
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলায় খুবই আন্তরিক। তাঁর আন্তরিকতার ফলে দেশে ক্রীড়াঙ্গনের আসরে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অব্যাহত রয়েছে। শেখ কামাল যুব গেমসসহ বিভিন্ন বড় বড় আসরে ক্রড়া প্রতিযোগিতা অব্যাহত রয়েছে। সম্প্রতি দেশে ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গণে মেয়েরা ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন খেলায় সাফল্য দেখিয়েছে।
 
সিপাইপাড়া যুব সংঘের সভাপতি জানে আলম খান জনির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টিচার্স ট্রেনিং কলেজ রাজশাহীর অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলী খান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আহসানুল হক পিন্টু, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ হাফিজুর রহমান বাবু, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম রবি, মহানগর আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শামসুল হক ছবি, রাঙাপরী ডেভেলপার্স এর ম্যানেজিং ডাইরেক্টর মোঃ উজ্জ¦ল কবির।
 
অনুষ্ঠানে টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন সিপাইপাড়া আরএস এন্টারপ্রাইজ ও রানার্স আপ সিপাইপাড়া নাইট রাইডার্স ক্রিকেট দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে ট্রফি তুলে দেন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।