Wellcome to National Portal
  • 2022-03-20-07-59-1c91dda65a47dbc5abe2bae6eb246833
  • 2025-03-11-09-29-8bce0abf3b3d75f7fc748b24f0129cf3
  • 2024-12-29-04-04-8aa7264eff7a92e9656f750c92ba8318
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ জুলাই ২০২৪

সাংবাদিক জুয়েল আহমেদের মা জাহাপানা বেগমের মৃত্যুতে রাসিক মেয়রের শোক


প্রকাশন তারিখ : 2024-07-08

অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের রাজশাহীর সম্পাদক ও প্রকাশক জুয়েল আহমেদের মা জাহাপানা বেগম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র।

শোক বিবৃতিতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, সাংবাদিক জুয়েল আহমেদের জাহাপানা বেগম নিজ বাসভবনে গতকাল রবিবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার জানাযা নামাজ রাত দশটায় পাচানি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এরপর টিকাপাড়া গোরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়।