Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ এপ্রিল ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের নীরব বিপ্লব ঘটেছেঃ মেয়র লিটন


প্রকাশন তারিখ : 2019-04-29

‘বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নতি হওয়ার পথে। আমরা ২০৪১ সালের মধ্যেই একটি উন্নত ধনী দেশে পরিণত হবো। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছি, বছরের প্রথম দিন প্রায় ৩৪ কোটি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়, সম্প্রতি নৌবাহিনীতে দুইটি যুদ্ধ জাহাজ যুক্ত হয়েছে-এসব কিছুই সফলতা। এছাড়া সার্বিক ক্ষেত্রে উন্নয়নে সফলতা অর্জন হয়েছে। দৃশ্যমান ও টেকসই উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নে নীরব বিপস্নব ঘটেছে।’

        বেলা ১২টায় নানকিং দরবার হলে কমিউনিটি ক্লিনিক দিবস-২০১৯ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এসব কথা বলেন।

       সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, স্বাস্থ্যসেবা গ্রামে গ্রামে জনগণের দোরগোড়ায় পৌছে দিবে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে ১৩ হাজার ৭৪৩টি কমিউনিটি ক্লিনিকে বিপুল সংখ্যক মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। কমিউনিটি ক্লিনিকে প্রাথমিক সেবা প্রদান করা সম্ভব না হলে মেডিকেল হাসপাতালগুলোর উপর রোগীর চাপ আরো কয়েকগুন বৃদ্ধি পেতো।

        মেয়র আরো বলেন, সরকারের কার্যক্রমের সাথে সামঞ্জস্য রেখে রাজশাহী মহানগরীর নাগরিকদের স্বাস্থ্যসেবা দিতে সিটি কর্পোরেশন পরিচালিত আরবান প্রাইমারি হেলথ সেন্টারগুলো কাজ করছে। আগামীতে আরো অন্তত চারটি আরবান প্রাইমারি হেলথ সেন্টার প্রতিষ্ঠা করতে চাই।

       রাজশাহী বিভাগ (স্বাস্থ্য) এর পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আর্চায্য এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জামিলুর রহমান, পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগীয় পরিচালক শফিকুল ইসলাম,  উপ-পরিচালক নাসিম আক্তার এরিনা প্রমুখ। স্বাগত বক্তব্য এবং কমিউনিটি ক্লিনিক কার্যক্রমের তুলে ধরেন পরিচালক (স্বাস্থ্য) বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক হাবিবুল আহসান তালুকদার।