Wellcome to National Portal
  • 2022-03-20-07-59-1c91dda65a47dbc5abe2bae6eb246833
  • 2025-03-11-09-29-8bce0abf3b3d75f7fc748b24f0129cf3
  • 2024-12-29-04-04-8aa7264eff7a92e9656f750c92ba8318
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ অক্টোবর ২০২৪

রাসিকের প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2024-10-08

রাসিকের প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নগরভবনে প্রধান প্রকৌশলীর দপ্তরকক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী সহকারী প্রকৌশলী সৈয়দ সাঈদ আহম্মেদ, কার্য-সহকারী মোঃ মহাসিন আলী, কার্য-সহকারী শামসুল আলম (টুকু) কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।

রাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী আহম্মদ আল মঈন পরাগের সভাপতিত্বে আয়োজিত বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে নির্বাহী প্রকৌশলী উন্নয়ন মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন সহ প্রকৌশল বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী সহকারী প্রকৌশলী সৈয়দ সাঈদ আহম্মেদ, কার্য-সহকারী মোঃ মহাসিন আলী, কার্য-সহকারী শামসুল আলম (টুকু) প্রকৌশল শাখার পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।