দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রলীগ কর্মী অভিজিত হালদার রিংকু এবং আসাদুজ্জামান আসাদকে দেখতে হাতপাতালে গেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম কার্যনির্বাহী সদস্য, রাজশাহী মহানগর সভাপতি ও সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নং ওয়ার্ডে যান এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন মেয়র।
এ সময় রাজশাহী মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. নওশাদ আলী, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, নগরীর শাহ মখদুম থানা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মহিদুল ইসলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে পরে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোসত্মাক হোসেনের ছেলে রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল এ্যান্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্র অসুস্থ্য তালহা জুবায়ের তাজকে দেখতে ১৬ নং ওয়ার্ডে যান মেয়র।