Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ ফেব্রুয়ারি ২০২০

রাজশাহীতে ইজতেমার প্যান্ডেল স্থাপন কাজের উদ্বোধন করলেন মেয়র


প্রকাশন তারিখ : 2020-02-08

রাজশাহীতে তাবলীগ জামাতের তিন দিনব্যাপী ইজতেমা শুরু হতে যাচ্ছে। আগামী ২৭,২৮ ও ২৯ ফেব্রুয়ারি রাজশাহীর কেন্দ্রীয় শাহ মখদুম (রহ.) ঈদগাহে এই ইজতেমা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে শুক্রবার বাদ জুম্মা শাহ মখদুম (রহ.) ঈদগাহে ইজতেমার জন্য খুঁটি গেড়ে প্যান্ডেল স্থাপন কাজের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরপর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, বিগত বছরগুলোর মতোই এবারো শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ইজতেমা অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন জেলা ও বিদেশ থেকে আগত মুসল্লিদের সহযোগিতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় ইজতেমা আয়োজন কমিটির সদস্যবৃন্দ ও তাবলীগ জামাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।