Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ August ২০১৯

জাতীয় শোক দিবস ২০১৯ পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।


প্রকাশন তারিখ : 2019-08-14

সরকারি কর্মসূচির আলোকে ১৫ আগস্ট ২০১৯ তারিখে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৪তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০১৯ পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। ঐদিন সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবন, ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়সমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হবে। সকাল ১০টায় নগর ভবন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হবে,  ওয়ানস্টপ বুথ চত্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। বাদ জোহর সোনাদীঘি জামে মসজিদ, নগরভবন ওয়াক্তিয়া মসজিদে দোয়া মাহফিল। বিকাল ৪টায় নগর ভবন ওয়ানস্টপ বুথ চত্বরে রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত এসবিকে ও প্রি-প্রাইমারী শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থী এবং কর্পোরেশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণের সন্তানদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।