Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st অক্টোবর ২০২৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নেতবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়ে রাসিক মেয়র


প্রকাশন তারিখ : 2023-10-21

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার বিকেলে উপশহরে মাননীয় মেয়রের বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী,  যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও বোয়ালিয়া থানা পূর্ব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগরের সভাপতি এ্যাড. শরৎ চন্দ্র সরকার, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের সাবেক সভাপতি অলোক কুমার দাস, সাংগঠনিক সম্পাদক মৃদুল সাহা, যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ, নগর মমহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামীমা ইয়াসমিন, মহানগর ছাত্রলীগের দপ্তর সম্পদক রুদ্রধর, রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাসিক দত্ত আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।