Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ August ২০১৯

ডেঙ্গু রোগীদের দেখতে হাসপাতালে রাসিক মেয়র লিটন


প্রকাশন তারিখ : 2019-08-17

ডেঙ্গু জ্বরে আক্রান্তদের দেখতে হাসপাতালে গেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শনিবার দুপুরে ডেঙ্গু রোগীদের দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি। এ সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা যথাযথভাবে প্রদানের নির্দেশনা প্রদান করেন মেয়র।

এ সময় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নওশাদ আলীসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর রামেক হাসপাতালের চক্ষু বিভাগে যুক্ত হওয়ায় রেটিনা লেজার এবং ইয়াগ লেজার মেশিন পরিদর্শন করেন মেয়র খায়রুজ্জামান লিটন।

উল্লেখ্য, রামেক হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় হাতপাতালে ভর্তি হয়েছে ১৮জন ডেঙ্গু রোগী। রিলিজ নিয়েছে ৩৫জন। হাসপাতালে ভর্তি আছে ৬৫জন। এখন পর্যন্ত হাসপাতালে মোট রোগী ৪৩০জন। মোট রিলিজ ৩৬৪জন। মৃত্যুবরণ করেছে একজন এবং একজন আইসিএইউতে চিকিৎসাধীন।