রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদের আয়োজনে নগরীতে পাঁচ দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলের পিঠা প্রদর্শনী ও বিক্রয়ের এই মহোৎসব নগর ভবনের গ্রিনপ্লাজায় আগামী ১৭-২১ ফেব্রুয়ারি ২০২০ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রাজশাহীর সুধিজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে বুধবার সন্ধ্যায় নগর ভবনের মিনি কনফারেন্স রুমে মতবিনিময় ও প্রস্ত্ততি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সভায় বক্তব্যকালে মেয়র পিঠা উৎসবে আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করার কথা জানান।
জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ সভায় সভাপতিত্ব করেন জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ্ আলম, পিঠা উৎসব আয়োজন কমিটির রাজশাহীর আহবায়ক অধ্যাপক মলয় ভৌমিক, সদস্য সচিব নাট্যজন কামার উল্লাহ সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহীর সাধারণ সম্পাদক দীলিপ কুমার ঘোষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সভাপতি প্রফেসর রহমান রাজু, রাজশাহী বিশ্ববিদালয় সঙ্গীত বিভাগের সভাপতি দীন বন্ধু পাল, আবৃত্তি শিল্পী মনিরা রহমান মিঠি প্রমুখ।