রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ও সড়ক ও জনপথ অধিদপ্তর রাজশাহীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সাথে রাজশাহী রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নগর ভবনের মিনি কনফারেন্স কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, বিগত সময়েও আমি মেয়র থাকাকালে রাজশাহীর সকল উন্নয়ন সহযোগী সরকারি প্রতিষ্ঠান ও সংস্থার সাথে ৩/৪ পর পর সমন্বয় সভা করেছি। আমরা দেখি ঢাকায় সড়ক ও জনপথ একটি রাস্তা করলো, কিছুদিন পর ওয়াসা এসে পানির লাইনের জন্য সেটি খোঁড়াখুঁড়ি করলো। এতে সরকারি অর্থ অনেক অপচয় হয়। তবে রাজশাহীতে এটি তেমন হয় না। সমন্বয় সভার কারণেই এটি সম্ভব হয়েছে।
মেয়র আরো বলেন, নগর অবকাঠামো নির্মাণে সিটি কর্পোরেশন ও আরডিএ পরস্পর সম্পর্কযুক্ত। আরডিএ, সড়ক ও জনপথসহ অন্যান্য উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে রাজশাহীর উন্নয়ন কর্মকা- এগিয়ে নেওয়া হবে।
সভায় নগরীর বিভিন্ন সড়কের উন্নয়ন, রাজশাহীর মাস্টারপ্ল্যান তৈরি, ইউটিলিটি সার্ভিস মাটির নিচ নিয়ে নেওয়াসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়।
সভার শুরুতে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নবাগত চেয়ারম্যান আনওয়ার হোসনকে ফুলেল শুভেচ্ছা জানান মেয়র খায়রুজ্জামান লিটন। এরপর সম্প্রতি শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান চত্বর থেকে নওহাটা ব্রিজ পর্যন্ত সড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্প একনেকে অনুমোদিত হওয়ায় সড়ক ও জনপথ অধিদপ্তর রাজশাহীর কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান মেয়র।
সভায় আরডিএ চেয়ারম্যান আনওয়ার হোসন, প্রধান নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল তারিক, নগর পরিকল্পক আজমেরী আশরাফী, নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুর আলী, সড়ক ও জনপথ অধিদপ্তর রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাসুম সারওয়ার, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) গোলাম মোর্শেদ, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) রেয়াজাত হোসেন, নির্বাহী প্রকৌশলী-২ নূর ইসলাম প্রমুখ অংশ নেন।