Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st জানুয়ারি ২০২০

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধকল্পে বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2020-01-21

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধকল্পে সারা বছরব্যাপী সারাদেশে ‘মশক নিধন ও পরিচছন্নতা কার্যক্রম’ এর অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে নগর ভবনে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তার দপ্তর কক্ষে রাসিকের বর্জ্য স্থায়ী কমিটি সভাপতি ও প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

ডেঙ্গুসহ মশাবাহিত সকল রোগ প্রতিরোধকল্পে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে সর্বোচ্চ গুরম্নত্ব দিয়ে পূর্বের ন্যায় সকল কার্যক্রম নিরবিচ্ছিন্ন অব্যাহত রাখতে হবে। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিসহ পরিচ্ছন্নতার সকল কার্যক্রমে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানানো হয়।

সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মপরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে বছর ব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। এ লক্ষ্যে পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সকল সরকারি প্রতিষ্ঠান প্রধান, প্রতিটি মসজিদের ইমাম, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে পৃথক পৃথক সভার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় নতুন সেকেন্ডারী স্টেশন প্লান্ট স্থাপন, ভাগাড় ব্যবস্থাপনার উন্নয়ন, পরিচ্ছন্নতা মাস পালনের বিষয়েও বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। ওয়ার্ড কাউন্সিলরবৃন্দের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচছন্নতায় বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও প্রতিটি ওয়ার্ডে ড্রেনের কাদামাটি অপসারণ, রাসত্মা বা ফুটপাতে নির্মাণসামগ্রী রাখা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে করণীয় বিষয়ে বিসত্মারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় কমিটির সদস্য ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল হক সুমন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা অনন্য ইসলাম নির্ঝর, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং মোঃ সাজ্জাদ আলী, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং তাসনিম আরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।