Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ ডিসেম্বর ২০২২

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও চিত্রকর্ম পরিদর্শনে মেয়র লিটন


প্রকাশন তারিখ : 2022-12-27

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদের আমন্ত্রণে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার রাত ৮টায় রাজধানীর কলাবাগানে চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের বাসভবনে যান রাসিক মেয়র।

সৌজন্য সাক্ষাৎকালে চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধ নিয়ে চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের অসামান্য চিত্রকর্মগুলোর ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর সঙ্গে মতবিনিময় করেন রাসিক মেয়র লিটন। মতবিনিময় শেষে চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্মগুলো পরিদর্শন করেন খায়রুজ্জামান লিটন।

সৌজন্য সাক্ষাৎকালে অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।