একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত অমরেশ রায় চৌধুরীর সহধর্মিণী সোনালী রায় চৌধুরী (৮৪) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ সোমবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র মহোদয়।
শোক বিবৃতিতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয় সোনালী রায় চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, সোনালী রায় চৌধুরী রবিবার (১১ ডিসেম্বর) রাত ৮টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ২ পুত্রবধূ, ৩ নাতিনাতনি ও আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর অন্তেষ্টিক্রিয়া রাজশাহীর পঞ্চবটী মহাশ্মশানে সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে।