Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ মার্চ ২০২৫

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাসিকের কর্মসূচি


প্রকাশন তারিখ : 2025-03-25

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ২৫শে মার্চ গণহত্যা দিবস ও ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপনের লক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 
দিবসটি উপলক্ষ্যে ২৫শে মার্চ মঙ্গলবার বাদ যোহর ২৫শে মার্চ গণহত্যায় নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে। মহানগরী এলাকায় ১ মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট করা হবে।
 
বুধবার ২৬শে মার্চ সূর্যোদয়ের সাথে সাথে নগরভবনসহ ওয়ার্ড কার্যালয় ও কর্পোরেশনের অন্যান্য স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন সহ সকাল ৬.০৪ ঘটিকায় জেলা প্রশাসক রাজশাহী কার্যালয় চত্বরে অবস্থিত শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করা হবে। বাদ যোহর জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতির কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত ও প্রার্থনা করা হবে।