Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ August ২০১৯

অটোরিকশার স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু


প্রকাশন তারিখ : 2019-08-09

ব্যাটারি চালিত অটোরিকশা ও চার্জার রিকশা ও চালকদের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তার দপ্তর থেকে এসব কার্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ১৭টি স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

কার্ড বিতরণের সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর ও বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি সরিফুল ইসলাম বাবু, সচিব আবুল হায়াত মোঃ রহমতুল্লাহ, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূরে সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১ জুলাই নগর ভবনে স্মার্ট অটোরিকশা ম্যানেজমেন্ট কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র খায়রুজ্জামান লিটন। স্মার্ট অটোরিকশা কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে এসব কার্ড বিতরণ করা হলো। কার্ড বিতরণ এবং স্মার্ট অটোরিকশা ম্যানেজমেন্ট পদ্ধতি বাস্তবায়নের কার্যক্রম অব্যহত রয়েছে।