মাস্টারপ্ল্যান তৈরি করে রাজশাহীর উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং চায়নার রাষ্ট্রয়াত্ত প্রতিষ্ঠান পাওয়ার চায়নার মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, আমরা ধাপে ধাপে লক্ষ্যে পূরণে এগিয়ে যাব। সবাই মিলে রাজশাহীকে মেগাসিটি হিসেবে গড়ে তুলতে সক্ষম হবো। সেই লক্ষ্যে নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।
সভায় উন্নয়ন কার্যক্রমের পরিকল্পনা পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন পাওয়ার চায়নার প্রতিনিধি দলের অন্যতম সদস্য মি. এ্যন্ডু। আগামীতে কী কী উন্নয়ন হবে, কীভাবে উন্নয়ন কার্যক্রম বাসত্মবায়ন হবে তার প্রাথমিক পরিকল্পনা তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন পাওয়ার চায়নার বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মি. হান কুন।
এ সময় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, সচিব আবুল হায়াত মোঃ রহমতুল্লাহ, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, রাজশাহী ওয়াসার মহা-ব্যবস্থাপক সুলতান আব্দুল হামিদ, পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী, রাজশাহীর এয়ারপোট ম্যানেজার সিতাফুর রহমান, রাসিকের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, আরডি এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, রাজশাহী ওয়াসার ডিএমডি এ.কে.এম আমিরুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের টাউন প্ল্যানার বনি আহসান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ মে রাজশাহীর বিভিন্নখাতে ব্যাপক উন্নয়নের লক্ষ্যে রাজশাহী সিটি করপোরেশন ও চায়নার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পাওয়ার চায়নার মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। ৫০ বছরের দীর্ঘমেয়াদী মাস্টারপ্ল্যানটি বাস্তবায়ন হতে শুরু করলে ধীরে ধীরে পাল্টে যাবে পুরো রাজশাহীর চিত্র।