Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ August ২০২৩

জিআইজেডের ইউএমএমএল প্রকল্পের উদ্যোগে উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের মতবিনিময় সভা


প্রকাশন তারিখ : 2023-08-09
রাজশাহী মহানগরীতে চলমান রাজশাহী সিটি কর্পোরেশনের বেসরকারি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানসমূহের ভালো অনুশীলন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় হতে দুপুর দেড়টা পর্যন্ত নগরভবনে কমিউনিটি ডেভেলমেন্ট সেন্টার সভাকক্ষে জিআইজেড-বাংলাদেশ আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এন্ড লিভলিহুড (ইউএমএমএল) প্রকল্প আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান। সভায় বেসরকারি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ প্রকল্পের সার্বিক কার্যক্রম ও ভালো অনুশীলন বিষয়ক তথ্য উপস্থাপন করে।
মতবিনিময় সভায় জিআইজেডের এলআইইউপিসিপি প্রকল্পের উপদেষ্টা মোঃ আকতারুজ্জামান, আপসের সেন্টার ম্যানেজার আলামিন বাশার, ইএসডিওর এমএন্ডই অফিসার শুক্লা মুখার্জী, সচেতন সোসাইটির প্রজেক্ট ম্যানেজার রফিকুল ইসলাম, লফসের প্রজেক্ট অফিসার চম্পা খাতুন, কম্পিউটার ট্রেনার রাকিবুল ইসলাম, কারিতাস বাংলাদেশের ইনচার্জ ডিজাস্টার ম্যানেজমেন্ট অসিম ক্রুজ, সিডিসি টাউন ফেডারেশনের সভাপতি আয়েশা ইসলাম মুন্নি, সিএইচডিএফের ম্যানেজার তাহেরা খাতুন, ভার্কের প্রকল্প কর্মকর্তা সাইদুল ইসলাম, সেবা লিমিটেডের ট্রেনিং কো-অর্ডিনেটর নুর আল-আমিন আশরাফি, ই-সলভ ইন্টারন্যাশনালের ইমপ্লিমেন্টেশন অফিসার ফারজানা আক্তার রোজি,  এসএনভির ক্লাস্টার কো-অর্ডিনেটর রেজাউল হুদা মিলন, টিলারের জুনিয়র প্রজেক্ট অফিসার গোলাম মেহেদী হাসান, ইউএনডিপির এলআইইউপিসিপির প্রজেক্ট এ্যাসোসিয়েট মাহবুবুল আলম এ সময় উপস্থিত ছিলেন।