রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যানে নিরসলভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষাক্ষেত্রে অনেক অর্থ ব্যয় করছেন। শিক্ষার্থীদের মাঝে প্রতি বছর প্রায় ৩৫ কোটি বই বিনামূল্যে প্রদান করছে সরকার। এছাড়া সরকার বিপুল পরিমাণ অর্থের শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে। শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় নষ্ট না করে, বেশি বেশি পড়াশোনা করতে হবে। দরিদ্র পরিবারের যারা আছে, তাদের কষ্ট করেও হলেও পড়াশোনা চালিয়ে যেতে হবে। তাহলে একদিন সফলতা আসবে।
রোববার দুপুরে নগরীর ২৯নং ওয়ার্ডের ডাঁশমারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২০ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডাঁশমারী উচ্চ বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন এবং উক্ত এলাকার রাসত্মার উন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করেন।
ডাঁশমারী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাবেক কাউন্সিলর জাহের হোসেন সুজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মোঃ জহুরুল হাসান। এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলমসহ শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক আব্দুর রাজ্জাক।