Wellcome to National Portal
  • 2022-03-20-07-59-1c91dda65a47dbc5abe2bae6eb246833
  • 2025-03-11-09-29-8bce0abf3b3d75f7fc748b24f0129cf3
  • 2024-12-29-04-04-8aa7264eff7a92e9656f750c92ba8318
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ জানুয়ারি ২০১৯

পরিকল্পিত মহানগরী গড়ে তোলার লক্ষ্যে নগরীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন


প্রকাশন তারিখ : 2019-01-17

পরিকল্পিত মহানগরী গড়ে তোলার লক্ষ্যে নগরীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। সুন্দর পরিচ্ছন্ন মহানগরী গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে চলেছে।

এরই অংশ হিসেবে আজ সকালে রাজশাহী মহানগরীর জলবদ্ধতা দুরীকরণার্থে নর্দমা নির্মাণ (৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় তেরখাদিয়া সিলিন্দা কালভার্ট হতে রাজশাহী বাইপাস পর্যমত্ম সংযোগ সড়ক নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।

১৮ ফিট প্রশস্ত প্রায় ১ কিলোমিটার সিলিন্দা কালভার্ট হতে রাজশাহী বাইপাস পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণে ব্যয় হবে ৩ কোটি ৯৩ লাখ ৪৩ হাজার ৩শ ৬৮ টাকা। আগামী দুই মাসের মধ্যে এ রাস্তা নির্মাণের কাজ শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ড্রেনের পাশে রাস্তা নির্মাণের ফলে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা সহজ হবে। এছাড়া নির্মাণাধীন রাসত্মার কাজ সম্পন্ন হলে এলাকার আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে। যার সুফল ভোগ করবে সংশ্লিষ্ট এলাকাবাসী।

রাস্তা নির্মাণ কাজ উদ্বোধনকালে রাসিকের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ মাজেদা বেগম, ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফিরোজ কবীর সেন্টু, রাসিকের প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, প্রকল্প পরিচালক ও রাসিকের নির্বাহী প্রকৌশলী মোঃ নুর ইসলাম, নির্মাণকারী প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী তৌরিদ আল মাসুদ, শামসুজ্জামান রতনসহ

এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।