নগরীর নিউমার্কেট সংলগ্ন দারুচিনি প্লাজা ভবনের সার্বিক কার্যক্রমের অগ্রগতির বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে তাঁর দপ্তর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মেয়র রাজশাহী সিটি কর্পোরেশনের পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি)’র আওতায় নির্মাণাধীন দারুচিনি মার্কেটটির কাজ অতি দ্রুততম সময়ে শেষ করার বিষয়ে ডেভেলপার প্রতিষ্ঠানকে তাগিদ দেন। তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, অতি দ্রুততম সময়ে এর নির্মাণ কাজ শেষ করে মার্কেটটি চালু হলে নগরবাসী এর সুফল ভোগ করবে এবং একই সাথে আর্থিকভাবে লাভবান হবে রাজশাহী সিটি কর্পোরেশন। এর আগে সকালে দারুচিনি প্লাজা ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন মেয়র।
সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল-আযিম, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোমিন, সচিব মোঃ রেজাউল করিম, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাসার, দারুচিনি পস্নাজার নির্মাণকারী প্রতিষ্ঠান বিশ্বাস প্রোপ্রাইটিজ লিমিটেডের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন বিশ্বাস।