রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাৎ করেছেন বাংলাদেশের ঢাকায় নিযুক্ত জাপান দূতাবাসের কর্মকর্তারা। বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের মেয়র দপ্তরক মেয়রের সাথে সাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি তাকাশি শিরাই ও কনসালটেন্ট কোযুয়ে কাতো। এ সময় তাঁরা মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। আলোচলাকালে রাজশাহীর পরিস্কার-পরিচ্ছন্নতার ভূয়শী প্রশংসা করেন জাপান দূতাবাসের কর্মকর্তারা।
এ সময় রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শাওগাতুল আলম, প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্রোগ্রামের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাজহারম্নল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মাজহারুল ইসলাম জানান, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় রাসিকের সাথে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের চুক্তি স্বাক্ষরিত হয়ে আছে। চুক্তি অনুযায়ী রাসিকের ভাগারের পাশে মেডিকেল বর্জ্য পরিশোধনে প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় জাপান সরকার প্রিজম বাংলাদেশকে সহযোগিতা প্রদান করে। আজ প্রিজম বাংলাদেশের সেই প্ল্যান্ট পরিদর্শন করেন জাপান দূর্তাবাসের কর্মকর্তারা।