ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শুক্রবার রাতে এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন মেয়র।
শোক বিবৃতিতে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ১৯৭২ সালে ব্র্যাক প্রতিষ্ঠা করার পর সংস্থাটি বিশ্বের সবচেয়ে বড়র বেসরকারি উন্নয়ন সংস্থায় পরিণত হয়েছে। দারিদ্র্য বিমোচন ও উন্নয়নে ভূমিকা রাখায় ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ বাংলাদেশ ও বিশ্বের অনেকগুলো গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেয়েছেন। এটি বাংলাদেশের জন্য গর্বের। তাঁর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো। আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি।
শোক বিবৃতিতে মেয়র মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য,আজ শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ইমেত্মকাল করেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।