Wellcome to National Portal
  • 2022-03-20-07-59-1c91dda65a47dbc5abe2bae6eb246833
  • 2025-03-11-09-29-8bce0abf3b3d75f7fc748b24f0129cf3
  • 2024-12-29-04-04-8aa7264eff7a92e9656f750c92ba8318
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd মে ২০২৪

রাজশাহীতে স্পার্ক গিয়ার শোরুমে ২য় শাখার উদ্বোধন করলেন রাসিক মেয়র লিটন


প্রকাশন তারিখ : 2024-05-23

রাজশাহী মহানগরীতে স্পার্ক গিয়ার শোরুমের ২য় শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় কাদিরগঞ্জে স্বপ্নচুড়া প্লাজার নিচতলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতাকেটে স্পার্ক গিয়ার শোরুমের ২য় শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। পরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটেন রাসিক মেয়র।

উদ্বোধনকালে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের নিজস্ব মার্কেট স্বপ্নচুড়ায় স্পার্ক গিয়ার শোরুমে উন্নত ও ভালো মানের তৈরী পোশাক রয়েছে। তৈরি পোশাক বিক্রয়ের এ শোরুমে সকল ক্রেতায় আসবেন। রাজশাহীতে স্পার্ক গিয়ার দিন দিন আরও মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠবে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। রাজশাহীতে এ ধরণের শোরুম করায় রাসিক মেয়র তাদের ধন্যবাদ জানান। পরে রাসিক মেয়র শোরুমে বিভিন্ন কর্ণার পরিদর্শন করেন। অনুষ্ঠানে রাসিক মেয়র মহোদয়কে ক্রেস্ট উপহার দেয়া হয়।    

স্পার্ক গিয়ারের ম্যানেজিং ডিরেক্টর বিপ্লব সরকার বলেন, শিক্ষানগরী রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টিতে স্বপ্নচুড়া প্লাজার নিচতলায় সুবিশাল পরিসরে স্পার্ক গিয়ার এর শো রুম উদ্বোধনের মাধ্যমে তরুণ তরুণীদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এ শোরুমে সকল বয়সীদের উন্নত মানের তৈরী পোশাক, কসমেটিক ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সুলভে বিক্রয় করা হচ্ছে। স্পার্ক গিয়ারের নতুন এ শাখার উদ্বোধন উপলক্ষ্যে ২২ মে থেকে ২৫ মে পর্যন্ত সকল পণ্যে ৩০% ছাড় রাখা হয়েছে।

অনুষ্ঠানে শিমুল মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর স্পেস ওনার এম এ মান্নান খান, স্পার্ক গিয়ারের ম্যানেজিং ডিরেক্টর বিপ্লব সরকার, ডিরেক্টর বাবুল পোদ্দার, সিনিয়র ম্যানেজার আঃ রউফ, আউটলেট ম্যানেজার মোঃ সোলায়মান, শিমুল মেমোরিয়াল স্কুলের বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান চৌধুরী, স্পার্ক গিয়ারের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।