রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে মা ইলিশ আহরণ নিষিদ্ধ সময়ে বিরত থাকা জেলেদের জন্য বিশেষ ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে। শনিবার সকালে নগরভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রজব আলী জেলেদের হাতে এ খাদ্যশস্য তুলে দেন। নগরীর বিভিন্ন ওয়ার্ডের ১৩৮ জন জেলে পরিবারকে ২০ কেজি করে চাল প্রদান করা হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ২২দিন ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা রাজশাহী এলাকার পদ্মা নদীর জন্য প্রযোজ্য। এই সময়ে ইলিশের আহরণ, পরিবহণ, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। জেলেদের খাদ্য সহায়তায় সরকার এ চাল বিতরণ করছে। নগরীর ১,৪,৭,২৩,২৪,২৮,২৯নং ওয়ার্ডের ১৩৮ জন জেলে পরিবারকে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
এ রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা অলক কুমার সাহা, পবা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক, রাসিকের উপ-সচিব তৈমুর হোসেন, সহকারী সচিব মোঃ শমসের আলী, ভান্ডার কর্মকর্তা আহসান হাবীব উপস্থিত ছিলেন।