Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ মার্চ ২০২৩

রাজশাহী মহানগরীর সবুজ পরিচ্ছন্ন পরিবেশের প্রশংসা করলেন জার্মান প্রতিনিধিদল


প্রকাশন তারিখ : 2023-03-13
জলবায়ু ও উন্নয়ন পাটনারশিপ বিষয়ে জিআইজেড, বাংলাদেশ এর একটি প্রতিনিধি দল রাজশাহী মহানগরী পরিদর্শনে এসেছেন। জার্মান এ্যাম্বেসির হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন ফ্লোরিয়ান হলেন এর নেতৃত্বে প্রতিনিধিদলটি সোমবার সকালে নগরভবনে সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় প্রতিনিধি দলটি রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে রাজশাহী মহানগরীর সবুজ পরিচ্ছন্ন পরিবেশের ভূয়শী প্রশংসা করেন। তারা জানান, শহরটি দেশের অন্যান্য শহরের তুলনায় অনেক বেশি পরিষ্কার-পরিচ্ছন্ন এবং পরিবেশগত দিক দিয়ে এগিয়ে রয়েছে। মতবিনিময়কালে রাজশাহীর জলবায়ু পরিবর্তনগত কারণে উদ্ভূত সমস্যাগুলি কিভাবে মোকাবিলা করা যেতে পারে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন প্রতিনিধি দলকে মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের দিক নির্দেশনায় এ নগরীকে পরিকল্পিত, টেকসই ও পরিবেশবান্ধব নগরী রূপে গড়ে তোলার লক্ষ্যে গৃহীত বিভিন্ন কার্যক্রমের বিষয়ে উল্লেখ করেন।  
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছে জিআইজেড বাংলাদেশের ক্লাস্টার কোÑঅর্ডিনেটর ড. ডানা ডি লা ফনটেইনি, প্রিন্সিপ্যাল এডভাইজার লাইকা প্রজেক্ট এমিলিয়া হাস, পোটফোলিও ম্যানেজার জোয়ানা হেলমস, এ্যাডভাইজার আকতারুজ্জামান রানা, সিটি কো-অর্ডিনেটর  মেহেদি হাসান,
মতবিনিময় সভায় সচিব মোঃ মশিউর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলাম, সহকারী টাউন প্ল্যানার সাকিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।  
প্রতিনিধিদলটি রাজশাহী বিসিকের রিসাইকেল প্লাস্টিক ফ্যাক্টরি, সপুরা বিসিক মঠপুকুর ও পারিজাত লেক, বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রম পরিদর্শনে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন পরিদর্শন করেন।