মুজিব শতবর্ষ আই.টি.এফ তায়কোয়ানদো চ্যাম্পিয়নশীপ বাংলাদেশ-২০২০ প্রতিযোগিতায় গোল্ড ও ব্রোঞ্চ পদকপ্রাপ্ত চারজন খেলোয়াড় এবং তাদের প্রধান প্রশিক্ষক তালাত মাহমুদ লিটুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টুর উদ্যোগে তাঁর কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় কাউন্সিলর তরিকুল আলম বলেন, গোল্ড ও ব্রোঞ্চ পদক পেয়ে তারা রাজশাহীর জন্য সুনাম বয়ে এনেছে। মাদকমুক্ত ও ক্রীড়ামোদী যুব সমাজ গড়ার জন্য তাদের উৎসাহিত করার লক্ষ্যে সংবর্ধনা প্রদান করা হলো। আগামীতেও রাজশাহী জেলা আইটিএফ তায়কোয়ানদোর পদক জয়ী সফল খেলোয়াড় ও প্রধান প্রশিক্ষকের সফলতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি ঢাকায় মুজিব শতবর্ষ আইটিএফ তায়কোয়ানদো চ্যাম্পিয়নশীপ বাংলাদেশ-২০২০ প্রতিযোগীতায় অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় রাজশাহী জেলা দলের প্রতিযোগিতায় ৪জন প্রতিযোগি উম্মে সাইবা নাদিয়া, রাবিবল অনিক, সজীব আহমেদ তন্ময় (ফিরোজ) ও আতিকুর রহমান (আতিক) ২টা গোল্ড ও ২টা ব্রোঞ্চ পদক অর্জন করেছে।