রাজশাহী সিটি কর্পোরেশনের ৬৪ জন স্থায়ী কর্মচারীকে জুতা-মোজা প্রদান
প্রকাশন তারিখ
: 2022-12-12
রাজশাহী সিটি কর্পোরেশনের স্থায়ী কর্মচারীদের বাৎসরিক পোশাক জুতা-মোজা প্রদান করা হয়েছে। সোমবার সকালে নগরভবনে ভান্ডার কর্মকর্তার দপ্তরকক্ষে ৬৪ জন কর্মচারীকে জুতা-মোজা প্রদান করা হয়। রাসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ ও সাধারণ সম্পাদক আজমীর আহম্মেদ মামুন কর্মচারীদের হাতে জুতা ও মোজা তুলে দেন।
এ সময় রাসিকের ভান্ডার কর্মকর্তা আহসান হাবীব খোকন, কর্মচারী ইউনিয়নের সহসভাপতি আলতাব হোসেন, সহদপ্তর সম্পাদক মোঃ মাহবুব ইসলাম, ক্রীড়া সম্পাদক সিরাজুল ইসলামসহ কর্মচারী ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।