রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পৃষ্ঠপোষকতায় আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে রাজশাহীতে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২০। বৃহস্পতিবার সন্ধ্যায় নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে টুর্নামেন্টের ৩২টি দলের গ্রুপ বাছাইয়ে লটারি এবং মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে রাজশাহীতে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এই টুর্নামেন্টে অংশ নিবে ৩২টি দল। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকাসহ জেলার প্রতিটি উপজেলা থেকে এই টুর্নামেন্টে দল থাকবে।
গ্রুপ বাছাইয়ে লটারি এবং মিট দ্যা প্রেস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি পালিত হবে। রাজশাহীতেও থাকবে নানা আয়োজন। এরমধ্যে রাজশাহীতে মানসম্মত স্কুল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে বঙ্গবন্ধুকে সম্মান জানানো হচ্ছে, অপরদিকে রাজশাহীর ক্রিকেট অঙ্গনও চাঙ্গা হবে।
বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন কমিটির আহবায়ক জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম আহবায়ক রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, এ্যাড. আসলাম সরকার, টুর্নামেন্ট আয়োজন কমিটির সদস্য অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রোকন মাসুম, সাবেক ক্রিকেট খেলোয়াড় কবির তুহিন, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেট খেলোয়াড় সাইফুলস্নাহ খান জেমসহ অন্যান্য সদস্যবৃন্দ।