Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st অক্টোবর ২০১৯

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাসিকের বালক ও বালিকা দলকে মেয়র লিটনের অভিনন্দন জ্ঞাপন


প্রকাশন তারিখ : 2019-10-21

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭)-২০১৯ এর বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন রাজশাহী সিটি কর্পোরেশনের বালক ও বালিকা দলকে অভিনন্দন জানিয়েছেন সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ রোববার দুপুরে নগর ভবনের মিনি কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে তাদের অভিনন্দন জ্ঞাপন করেন মেয়র। অনুষ্ঠানে বিজয়ী বালক ও বালিকা দলের খেলোয়াড়বৃন্দ, কোচ ও ম্যানেজারবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খেলোয়াড়দের বিভিন্ন দাবি শোনেন এবং দাবিগুলো পূরণ করা হবে বলে জানান মেয়র।

অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও খেলাধূলা পছন্দ করেন। যারা ভালো খেলে তাদের নিজে ডেকে নিয়ে দেখা করেন। এমনকি খেলোয়াড়দের নিজে রান্না করে খাওয়াছেন। আমাদের মেয়েরা ফুটবলে ভালো করছে। ছেলেরাও আশা জাগিয়েছে।

মেয়র আরো বলেন, খেলাধূলায় রাজশাহীর গৌরব ফিরিতে আনতে চাই। ২০২০ থেকে ২০২৩ সাল পর্যমত্ম প্রতি বছর একবার করে কাউন্সিলর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে। নারীদের জন্যেও একটি টুর্নামেন্ট করার ইচ্ছে আছে।

মেয়র বলেন, খেলোয়াড়দের আনুকূল্য পরিবেশ, দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, স্থায়ী ক্যাম্প তৈরি করতে হবে। রাজশাহীতে ফুটবল একাডেমি দাবি উঠেছে। আমি ফুটবল একাডেমি তৈরি করতে চাই।

বিজয়ী খেলোয়াড়দের উদ্দেশে মেয়র লিটন বলেন, তোমরা অনেক ভালো খেলেছ। বিভাগীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে খেলতে যাবে। তোমাদের সার্বিক সহযোগিতা করা হবে। তোমরা তোমাদের ভালোটা ধরে নিজেদের গড়ে তোল।

রাসিকের ক্রীড়া ও সংস্কৃতি স্থায়ী কমিটির সভাপতি ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাসিকের ক্রীড়া ও সংস্কৃতি স্থায়ী কমিটি সদস্য সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার। অনুভূতি ব্যক্ত করেন রাসিকের বালক দলের অধিনায়ক মেহেদী হাসান হৃদয় ও বালিকা দলের অধিনায়ক স্বপ্না খাতুন। আরো বক্তব্য দেন রাসিকের ক্রীড়া ও সংস্কৃতি স্থায়ী কমিটির সদস্য সংরক্ষিত-৫ এর কাউন্সিলর সামসুন নাহার, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ। এ সময় রাসিকের ক্রীড়া ও সংস্কৃতি স্থায়ী কমিটির সদস্য ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল হক পাভেল, সদস্য ও ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর, ক্রীড়া কর্মকর্তা শ্যামল পারভেজ শিমুল, জেলা ক্রীড়া অফিসার ওবাইদুল হক প্রমুখ।

উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে রাজশাহী বিভাগীয় প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলা গতকাল শনিবার রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। খেলায় সিরাজগঞ্জ জেলাকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে রাসিকের বালক দল। অপরিকে রাজশাহী জেলাকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে রাসিকের বালিকা দল।